কে আবিস্কার করেছে আকাশের হাইওয়ে? শত বছর আগের আবিষ্কারের সুফল কীভাবে আজ ভোগ করছে দুনিয়া ?
কে আবিস্কার করেছে আকাশের হাইওয়ে? শত বছর আগের আবিষ্কারের সুফল কীভাবে আজ ভোগ করছে দুনিয়া ? -------------------------------------------- প্রত্যেকটা অ্যারোপ্লেন একটি অপরটির কাছ থেকে ৬০ কিলোমিটার দূরত্ব বজায় রেখে চলাচল করে। একটি থেকে অন্যটি ১০০০ ফুট উঁচুতে থাকে। প্রশ্ন হলো পুরো আকাশ খালি পড়ে থাকার পরেও কেন একটা নির্দিষ্ট পথেই বিমানগুলো আসা যাওয়া করে ?